ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় জুট ব্যাবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এতে পথচারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। এসময় আগুন দিয়ে পুঁড়িয়ে দেওয়া হয় ১০/১২টি মোটর সাইকেল। এঘটনায় সেনাবাহিনী ১৫জনকে আটক করে থানায় সোপর্দ করেন।
ঘটনার দিন সাইফুল কারখানার জুট বের করতে গেলে যুবদল নেতা শামীম গ্রুপ বাধা দেয়।
এসময় ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও মজিবর মন্ডল গ্রুপ সাইফুলের পক্ষে অবস্থান নিলে দুই গ্রুপে সংঘর্ষ বাধে।
এ সময় দৃর্বত্তরা আশে পাশের দোকানপাটে হামলা চালায় ও প্রায় ১০/১২টি মোটর সাইকেল পুড়িয়ে। জিয়াউর রহমান জানান, সাইফুলের নামে ওয়ার্ক অর্ডার থাকা মালামাল বের করার সময় শামিম ও তার লোকজন এসে বাঁধা দেয় এবং আমাদের উপর হামলা করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামসুল হুদা খান জানান, এ ঘটনায় পুড়িয়ে দেওয়া ১০/১২টি মোটর সাইকেল উদ্ধার করে থানা আনা হয়েছে। ঘটনাস্থল থেকে সেনাবাহিনী ১৫জনকে আটক করে থানায় সোপর্দ করেন। এব্যাপারে মামলা প্রক্রিয়াধিন।