সাগর কুমার বাড়ই (খুলনা) তেরখাদা প্রতিনিধি:
নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন খুলনা জেলার তেরখাদা উপজেলার বারাসাত গ্রামের বাসিন্দা এবং যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্য সাধারণ সম্পাদক মোঃ পারভেজ মল্লিক।
এসময় পারভেজ মল্লিকের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন , ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশের যুগ্য মহাসচিব ডাঃ মনোয়ারদ কাদির বিটু , স্বেচ্ছাসেবক দল কেন্দ্রিয় কমিটির যুগ্য সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ , বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান , যুগ্য সাধারণ সম্পাদক রাব্বী হাসান , সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বিপ্লব , বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য রবিউল ইসলাম রবি , ছাত্রদল কেন্দ্রিয় কমিটির সাবেক যুগা সম্পাদক আঃ রহিম সৈকত , সাবেক সদস্য আব্দুল্লাহ আল মামুন রাহাত , জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্য আহবায়ক হাবিবুর রহমান , সাবেক সদস্য তানজিনুল হাসান।
এছাড়া তেরখাদা উপজেলা বিএনপির সারেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল হোসেন , বিএনপি নেতা কে এম মোস্তাক আহমেদ , মোঃ রবিউল ইসলাম লাখু ,মোঃ মান্নু শেখ , মোঃ লালিম শেখ , মোঃ গোলজার আলম , আব্দুল হক সিকদার , মোঃ তফসির ফকির , শেখ শরিফুল ইসলাম , মোঃ ইমদাদুল হক টনি , মোঃ লুনিক মেম্বার , মোঃ জিয়ার রহমান , মোঃ শিহাব , মোঃ পারভেজ মোল্যা , মোঃ নজরুল মোল্যা , মোঃ এনামূল শেখ, মোঃ মান্নান কাজী , মোঃ সোহেল মোল্যা , মোঃ বাহার মোল্যা , মোঃ বাবু চৌধুরী, ফারুক মেম্বার।
পারভেজ মল্লিক পরে সফর সংগী ও এলাকাবাসীদের নিয়ে তাঁর পিতা মাতার কবর জিয়ারত করেন।