সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজি সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে আজ সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মাবিরতী পালন করছে সুনামগঞ্জ গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
সকাল থেকে জেলা সদর থেকে কোন প্রকার যান চলাচল করছে না। দুর পাল্লার বাসও ছেড়ে যাচ্ছে না। সুনামগঞ্জ থেকে ঢাকা সিলেটসহ দেশের কোন স্থানের বাসও ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ বাস ও লেগুনা সিএনজি। এতে করে সকাল থেকে চরম দুর্ভোগে পরেছেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা লোকজন।এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর বাসস্টেশনের সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
হঠাৎ বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পরেছেন শতশত যাত্রীরা। এছাড়াও আজ মাস্টার্স পরীক্ষা থাকায় সুনামগঞ্জ থেকে সিলেটে অনেক পরীক্ষার্থীরা যাওয়ার জন্য বাসস্টেন্ড এসে অনিশ্চিয়তার মাঝে পরেছেন।
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের লামাকাজি সেতুতে দীর্ঘ ৪০ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। গত পাঁচ আগস্ট ছাত্র-জনতা এই সেতুটিতে টোল আদায় কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। কিন্তু দুই মাস পাঁচ দিন বন্ধ থাকার পর একটি কুচক্রী মহল এবং সিলেটের সড়ক ও জনপথ কর্তৃপক্ষ লামাকাজি সেতুতে টোল আদায়ের টেন্ডার আহ্বান করে। এই টেন্ডার বাতিলের দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়ক পরিবহন মালিক এবং শ্রমিক ইউনিয়ন এবং সুনামগঞ্জের সিএনজি, অটোরিকশা, হিউম্যান হোলার্স, সুজুকি, লেগুনা, বাস, মিনিবাস, মাইক্রোবাস, ট্রাক মালিক সমিতি ও শ্রমিকরা যৌথভাবে আজ সকাল ৬টা থেকে যান চলাচল বন্ধ রেখেছে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান শ্রমিক নেতারা।বাস বন্ধ থাকায় শতশত যাত্রীরা দুর্ভোগে পরেছেন। সেতুতে টোল আদায় বন্ধ না হওয়া পর্যন্ত সকল প্রকার যান চলাচল বন্ধ থাকবে বলে জানান সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি সেতু মিয়া।