প্রেস রিলিজঃ সিনিয়র সাংবাদিক ও সংগঠক জনাব এম এ মমিন আনসারীর নামে ফেসবুক ও অনলাইনে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন মোঃ রেজাউল করিম ওরফে (মাহমুদ রেজা) স্টাফ রিপোর্টার টাঙ্গাইল, (দৈনিক বাংলার দূত) ও মোঃ সোলাইমান হোসাইন নাগরপুর উপজেলা প্রতিনিধি,টাঙ্গাইল, (দৈনিক দেশচিত্র), এই দুই সাংবাদিক নামধারী বাটপার।
এ বিষয়ে সিনিয়র সাংবাদিক জনাব এম এ মমিন আনসারী গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আনুমানিক ৪/৫ মাস পূর্বে মাহমুদ রেজা নামের একটি ফেসবুক আইডির সাথে পরিচয় হয়, উক্ত মাহমুদ রেজা নিজেকে নিউজ বাংলা ২৪ নামে একটি অনলাইন নিউজ পোর্টাল এর সম্পাদক হিসেবে পরিচয় দেয়, এরই এক পর্যায়ে সে তার নিউজ পোর্টাল এর নামের ছাড়পত্র ( জয়েন্ট স্টক কোম্পানি হতে) নিয়ে দেয়ার জন্য জনাব এম এ মমিন আনসারীকে অনুরোধ করেন এবং ৩ হাজার টাকা বিকাশ করেন, পরবর্তীতে জনাব আনসারী সাহেব একটি কনসালটেন্সি ফার্মের মাধ্যমে নামের ছাড়পত্র নেয়ার জন্য মাহমুদ রেজার কাগজপত্র জমা দেন, কিন্তু দুঃখ জনক হলেও সত্যি যে নিউজ বাংলা ২৪ লিঃ, নিউজ বাংলা মিডিয়া লিঃ
নিউজ বাংলা মাল্টিমিডিয়া লিঃ এই তিনটি নামে আবেদন জমা দেয়া হলে পরপর তিনটি নামই রিজেক্ট করে দেয় এবং জমাকৃত ফি কর্তন করে নেয়, বিষয়টি তাৎক্ষণিক ভাবে মাহমুদ রেজা কে জানানো হয়েছে।
তিনবার নাম রিজেক্ট করার কারনে ৩ হাজার টাকা জয়েন্ট স্টক অফিস ও কনসালটেন্সি ফার্ম ফি হিসেবে কর্তন করে নেয়।
তিনবার রিজেক্ট হওয়ায় বিষয়টি নিয়ে একটু সময় অতিবাহিত হয় এবং গত ২০ অক্টোবর আবার নতুন নামে আবেদন জমা দেয়া হয় এবং বিষয় টি মাহমুদ রেজা কে জানানো হয়, কিন্তু সে তার দেয়া ৩ হাজার টাকা ফেরত চায়, জনাব আনসারী তাকে বারবার বুঝিয়ে বলে যে তিনবার নাম রিজেক্ট করার কারনে আপনার দেয়া সব টাকা অফিসে কর্তন করে নিয়েছে, জয়েন্ট স্টক অফিসে নামের ছাড়পত্রের জন্য কোন টাকা জমা দেয়া হলে যদি নাম রিজেক্ট হয় সাথে আপনার দেয়া টাকাও আর ফেরত পাওয়া যায় না, এটাই নিয়ম তাকে বারবার বুঝানো হয়েছে।
কিন্তু সে অবুঝের মত তার দেয়া ৩ হাজার টাকা ফেরত দেয়ার জন্য বলছে।আমি তাকে এও বলছি যেহেতু আপনার নাম তিনবার রিজেক্ট করছে এবার আমি নিজের টাকায় আপনার কাজ করে দিবো তারপরও সে আমার কোন কথা না শুনে তার কয়েকজন পরিচিত সাংবাদিককে দিয়ে আমার বিরুদ্ধে ফেসবুক ও অনলাইনে অপপ্রচার ও সম্মানহানী করে চলেছে,
যা চরম অন্যায় ও আইনের পরিপন্থী।
এখন দেশ ও জাতির কাছে আমার প্রশ্ন এই সামান্য বিষয় টি যার বোঝার মত জ্ঞান নেই সে কিসের সাংবাদিক.?
আর এখানে বাটপারি, প্রতারণা বা টাকা মেরে দেয়ার মত কোন কাজ করা হলো আমি বুঝতে পারলাম না, সে বিভিন্ন ফেসবুক পেইজ, গ্রুপ ও অনলাইনে আমার আমার নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
যা চরম অন্যায় ও সাইবার সিকিউরিটি আইনের লঙ্ঘন,
আমি তাদের কে আবারও সতর্ক করছি তারা যদি এসব অপপ্রচার বন্ধ না করে তবে এ বিষয়ে আমি আইনগত পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবো। তাদের সব ডকুমেন্টস আমার কাছে রয়েছে।