পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলায় গনঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা কার্যালয়ে গনঅধিকার পরিষদ (জিওপি)'র উদ্যোগে সংগঠনের সিনিয়র সহ সভাপতি পিরোজপুর জেলা গনঅধিকার পরিষদ মোঃ আতিকুল ইসলাম মান্না'র সভাপতিত্বে গনঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কর্তন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন গনঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ, যুগ্ম সাধারন সম্পাদক আনিসুর রহমান মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য,শ্রমিক অধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটি মো: লোকমান হোসেন। সাংগঠনিক সম্পাদক, পিরোজপুর জেলা গনঅধিকার পরিষদ মো: সিরাজ খান আরিফ।
সাবেক সভাপতি গনঅধিকার পরিষদ, পিরোজপুর সদর উপজেলা, মো: জোহা। ভারপ্রাপ্ত সভাপতি যুব অধিকার পরিষদ, পিরোজপুর জেলা, মুফতি নাঈম। সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুব অধিকার পরিষদ, পিরোজপুর জেলা, নূরুল ইসলাম রাসেল। কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ছাত্র অধিকার পরিষদ, ইমাম হোসাইন। সাবেক সাধারণ সম্পাদক ছাত্র অধিকার পরিষদ, পিরোজপুর জেলা, ইসান আরিফ। সভাপতি শ্রমিক অধিকার পরিষদ, পিরোজপুর জেলা, ইমাম হোসেন। সাধারণ সম্পাদক শ্রমিক অধিকার পরিষদ, পিরোজপুর জেলা, নাজমুল কাজী।
সভাপতি মঠবাড়িয়া উপজেলা গনঅধিকার পরিষদ, কামাল মৃধা। সাবেক যুগ্ম আহবায়ক পিরোজপুর জেলা গনঅধিকার পরিষদ, ফারুক আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গনঅধিকার পরিষদ পিরোজপুর জেলা, মো: জুবায়ের আহমেদ।
আয়োজনে: ছাত্র, যুব, শ্রমিক ও গনঅধিকার পরিষদ (জিওপি),জেলা কমিটি, পিরোজপুর। শনিবার (২৬ অক্টোবর) গনঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতারা বক্তব্যে বলেন,গনতন্ত্র,ন্যায়বিচার,অধিকার, জাতীয় স্বার্থ আমাদের মূল মন্ত্র। " জনতার অধিকার আমাদের অঙ্গীকার"" আমাদের অঙ্গীকার,দেশ হবে জনতার। উক্ত আলোচনা অনুষ্ঠানে গনঅধিকার পরিষদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।