বগুড়া থেকে বাসে করে গাজীপুরের উদ্দেশ্যে এসেছিলেন মো. নিরব (১২) নামের এক কিশোর। তার বাবা-মা গাজীপুর চৌরাস্তা নেমে গেলেও সে ভুলে রাজধানীর বিমানবন্দরে চলে এসে কান্নাকাটি করছিল। পরে পুলিশ তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
বিমানবন্দরের গোলচত্ত্বর থেকে শুক্রবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কান্নাকাটি করতে দেখে থানা নিয়ে যান বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ চৌধুরী। পরে খোঁজখবর নিয়ে পরিবারের ঠিকানা বের করে বিকেলে শিশুটির ভাইয়ের জিম্মায় দেওয়া হয়েছে।
ওই কিশোর হল, বগুড়ার শিবগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের আব্দুল মালেক ও শহর বানুর দম্পতির ছেলে।
এ বিষয়ে বিমানবন্দর পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান শুক্রবার রাতে বলেন, ‘ওই কিশোরটি কখনো ঢাকায় আসে নি। তার মা বাবার সাথে বাসে করে গাজীপুরের চৌরাস্তার উদ্দেশ্যে এসেছিল। কিন্তু চৌরাস্তা এসে তার বাবা-মা নেমে গেলেও ভুলে নিরব নামে নি। পরে বাসের মধ্যে তার বাবা-মা’কে না পেয়ে কান্নাকাটি করলে শিশুটিকে বিমানবন্দর এলাকায় বাস থেকে নামিয়ে দেওয়া হয়।
পরিদর্শক মোস্তাফিজ বলেন, ‘বিমানবন্দরের নামার পরও নিরব কান্নাকাটি করছিল। পরে এসআই অভিজিৎ দেখতে পেয়ে থানায় নিয়ে আসে। তারপর তার পরিচয় খুঁজে বের করে পরিবারকে জানানো হয়। তারপর তার ভাই কবীর হোসেনের কাছে তার জিম্মায় দেওয়া হয়।