সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে টিসিবির স্মার্ট পরিবার কার্ড বিতরণ, সাংবাদিকদের সাথে রায়পুরার ওসির মতবিনিময় সভা। নরসিংদীতে ছাত্রদলের কর্মীকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা  নরসিংদীতে মাষ্টার সিমেক্স পেপার লিমিটেডের বিরুদ্ধে ষড়যন্ত্র: প্রশাসনের হস্তক্ষেপে অপপ্রচার বন্ধ আত্রাইয়ে কুলি ও ভাসমান বেদে সম্প্রদায়ের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ আত্রাইয়ে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে লক্ষাধীক টাকার আসবাবপত্র পুড়ে ছাঁই চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পাচ্ছেন সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক এবিএম আজরাফ টিপু ফ্রিজ থেকে বৈদ্যুতিক গোলযোগে বনশ্রীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড তেরখাদায় ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪ বিমানবন্দরে নেমেই হাসপাতালে ছুটে গেলেন প্রধান উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: শর্টগান দিয়ে গুলি বর্ষণকারী সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার

নুরুল আমিন হাসান:

রাজধানীর উত্তরায় বৈধম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গুলিবর্ষণকারী ও ঢাকা-১৮ আসনের সাবেক এমপির আত্মীয়

মোহাম্মদ শোয়েবকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তার গ্রেপ্তারকালে তার হেফাজত থেকে দুটি দামি গাড়ি,মদ,গাঁজা ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।উত্তরা ৬ নং সেক্টরের ঈশাখা এভিনিউ সড়কের ৫১ নম্বর বাসা থেকে রোববার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে তাকে উত্তরা পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার হওয়া শোয়েব হলেন ওই বাড়ির তোফাজ্জল হোসেনের ছেলে এবং ঢাকা-১৮ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসানের ভাই আলাউদ্দিন আল সোহেলের স্ত্রীর ভাই।সোমবার বিকেলে বিমানবন্দর হজ্বক্যাম্পের আর্মি ক্যাম্পের কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা বলেন, গত ৪ আগস্ট উত্তরার আজমপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর শর্টগান দিয়ে নির্বিচারে গুলি বর্ষণ করেছিল শোয়েব নামের সাবেক সাংসদ হাবিবের আত্মীয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা ৬ নং সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাকে আমরা গ্রেপ্তার করেছি।

তিনি বলেন, গ্রেপ্তারকালে শোয়েবের হেফাজত থেকে ৪৮ বোতল বিদেশি মদ, ৪১ লাখ সম মূল্যের বৈদেশিক মুদ্রা ও বাংলাদেশি টাকা, ১১৭ ভরি স্বর্ণালঙ্কার এবং দুটি দামি গাড়ি (প্যারাডো ও ফিল্ডার) জব্দ করা হয়েছে।

উপরদিকে সোমবার সন্ধ্যায় ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিবুল্লাহ, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শোয়েব নামের এক ব্যক্তিতে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিকেলে সেনাবাহিনী তাকে জব্দকৃত মদ, স্বর্ণালঙ্কার ও গাড়িসহ আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।পূর্বের মামলা রয়েছে কি না-জানতে চাইলে ওসি মহিবুল্লাহ বলেন, শোয়েবের কাছ থেকে পাওয়া মালামালগুলোর তালিকা করছি আমরা। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় হত্যা মামলা রয়েছে কি না,সেটি তল্লাশি করে দেখা হয় নি। তাই সে বিষয়ে বলতে পারছি না। তল্লাশির পর বলা যাবে।

উল্লেখ্য,ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর এলাকায় মাথায় হেলমেট ও মুখে রোমাল বেধে হাতে শর্টগান নিয়ে শোয়েবকে আন্দোলনকারী ছাত্র-জনতার উপর গুলি বর্ষণ করতে দেখা যায়। আর তাকে দিক নির্দেশনা দেন সাবেক সাংসদ হাবিব হাসানের ভাই আলাউদ্দিন আল সোহেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL