ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধি: ঈশ্বরদীতে বালু মহালের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা সোহান পারভেজ বিপু (৪৩) গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া বাজারে গোলাগুলির ঘটনা ঘটে। আহত যুবদল নেতা বিপুু সাঁড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বিপু তার সহযোগী ৬/৭ জন নেতা কর্মী নিয়ে আরামবাড়িয়া বাজারে তার ব্যক্তিগত অফিসে বসেছিলেন। এসময় একদল দূর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি বিপুর বাম হাতে কব্জির উপরে এবং আরেকটি গুলি বাম পায়ের হাটুর নীচে লাগে।
আহত অবস্থায় বিপুকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।বর্তমানে সে পাবনার হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জানান, আধিপত্য বিস্তার ও বালুু মহাল নিজেদের নিয়ন্ত্রণ সংক্রান্ত বিরোধের জের ধরে বিপুর উপর এই হামলার ঘটনা ঘটতে পারে। প্রকাশ্যে গুলির ঘটনা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তি প্রদান করতে হবে।
সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী জানান, বিপুর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শুনেছি। এটি খুবই দুঃখজনক ঘটনা। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করছি।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন তদন্ত শুরু করেছে।
এ ব্যাপারে কেউ এখনও পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।