মেঘনা টিভি নিউজ ডেস্ক:
অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়তে যাচ্ছে। এবারে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হতে পারেন আরও ৫ জন। সন্ধ্যায় নতুন উপদেষ্টাদের শপথ নেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত ৮ আগস্ট শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন সরকারে ইতোমধ্যে ২০ জন উপদেষ্টা যুক্ত হয়েছেন।
প্রথম দফায় ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরও ৪ জন উপদেষ্টা নিয়ে সরকার পরিচালিত হচ্ছে। বর্তমানে ড. ইউনূসসহ ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ সরকারে রয়েছে।