কামাল উদ্দিন টগর ,নওগাঁ প্রতিনিধিঃ উৎপাদন এলাকা নওগাঁর আত্রাই অঞ্চলে পাইকারি পযায়ে সব ধরনের সবজির দাম এখন চড়া। গত এক সপ্তাহে এখানকার মোকামে সবজির দাম বেড়ে প্রায় দ্বিগুন হয়েছে। খুচরা পর্যায়েও অধিকাংশ সবজির কেজি এক শ টাকার আশপাশে। সবজির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পেঁয়াজ আর আলুর দাম।
বিক্রেতার বলছেন, সম্প্রতি টানা বৃষ্টির কারণে অনেক ফসল নষ্ট হওয়ায় পাইকারি মোকামে সবজির সরবরাহ কমেছে। এ ছাড়া শীত কালীন আগাম সবজিও সে ভাবে আসছে না। এসব কারণে সবজির দাম আগের তুলনায় বেড়েছে। এদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারে তদারকি শুরুর সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা প্রশাসন।সবজির দাম যেন লাগামহীন।
সবজির মতো বিভিন্ন শাকের দামও বেড়েছে। গতকাল নওগাঁর আত্রাই উপজেলার কাশিয়াবাড়িহাটের আড়তের ছবি নওগাঁ জেলার অন্যতম বড়পাইকারি মোকাম কাশিয়াবাড়িহাট। এখান থেকে রাজধানী ঢাকা,চট্রগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন শহর ও এলাকায় সবজি সরবরাহ করা হয়।
কাশিয়াবাড়ি হাটের পাইকারি সবজি ব্যবসায়ী নিয়ামত আলী বলেন,বৃষ্টিতে অনেক খেতের সবজি নষ্ট হয়েছে। একারণে হাটে সবজির সরবরাহ কম। অন্যান্য বছর এ সময় শীতকালীন আগাম সবজিতে হাট ভরে যেত। এবার মূলা ও লাউ ছাড়া শীতকালীন অন্যান্য সবজির তেমন সরবরাহ নেই।
এক সপ্তাহে এসব বাজারে সবজির দাম দ্বিগুন বা তার চেয়ে বেশি বেড়েছে।
প্রতিবেদনঃ- একেএম কামাল উদ্দিন টগর
ক্যামেরায়ঃ- মোঃ আসিফ হাসান।