মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এমপি পোটন তিন দিনের রিমান্ডে আত্রাইয়ে টিসিবির স্মার্ট পরিবার কার্ড বিতরণ, সাংবাদিকদের সাথে রায়পুরার ওসির মতবিনিময় সভা। নরসিংদীতে ছাত্রদলের কর্মীকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা  নরসিংদীতে মাষ্টার সিমেক্স পেপার লিমিটেডের বিরুদ্ধে ষড়যন্ত্র: প্রশাসনের হস্তক্ষেপে অপপ্রচার বন্ধ আত্রাইয়ে কুলি ও ভাসমান বেদে সম্প্রদায়ের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ আত্রাইয়ে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে লক্ষাধীক টাকার আসবাবপত্র পুড়ে ছাঁই চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পাচ্ছেন সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক এবিএম আজরাফ টিপু ফ্রিজ থেকে বৈদ্যুতিক গোলযোগে বনশ্রীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড তেরখাদায় ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪

উৎপাদন এলাকা আত্রাইতেই সবজি ও আলুর দাম লাগামহীন

ছবি: মেঘনা টেলিভিশন

কামাল উদ্দিন টগর ,নওগাঁ প্রতিনিধিঃ  উৎপাদন এলাকা নওগাঁর আত্রাই অঞ্চলে পাইকারি পযায়ে সব ধরনের সবজির দাম এখন চড়া। গত এক সপ্তাহে এখানকার মোকামে সবজির দাম বেড়ে প্রায় দ্বিগুন হয়েছে। খুচরা পর্যায়েও অধিকাংশ সবজির কেজি এক শ টাকার আশপাশে। সবজির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পেঁয়াজ আর আলুর দাম।

বিক্রেতার বলছেন, সম্প্রতি টানা বৃষ্টির কারণে অনেক ফসল নষ্ট  হওয়ায় পাইকারি মোকামে সবজির সরবরাহ কমেছে। এ ছাড়া শীত কালীন আগাম সবজিও সে ভাবে আসছে না। এসব কারণে সবজির দাম আগের তুলনায় বেড়েছে। এদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারে তদারকি শুরুর সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা প্রশাসন।সবজির দাম যেন লাগামহীন।

সবজির মতো বিভিন্ন শাকের দামও বেড়েছে। গতকাল নওগাঁর আত্রাই উপজেলার কাশিয়াবাড়িহাটের আড়তের ছবি নওগাঁ জেলার অন্যতম বড়পাইকারি মোকাম  কাশিয়াবাড়িহাট। এখান থেকে রাজধানী ঢাকা,চট্রগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন শহর ও এলাকায় সবজি সরবরাহ করা হয়।

গতকাল শনিবার এহাটে পাইকারিতে এককেজি করলা বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০টাকায়, যা একসপ্তাহ আগে ছিল ৫০ টাকা। এভাবে প্রতি কেজি বেগুন ও কাকরোঁলের দাম ৩০টাকা  থেকে বেড়ে ৮০টাকায়, পটোল ২৫ টাকা থেকে বেড়ে ৬০ টাকায়,শসা ৩০-৪০টাকা থেকে৬০ টাকায় উঠেছে। ঢ্যাঁড়স, পেঁপে,মিষ্টিকুমড়া,কচুমূখি, মূলা সহ অন্যান্য সবজির দামও আগের তুলনায় কেজিতে ১০ থেকে ৩৫ টাকা বেড়েছে। এই পাইকারি হাটে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম১০৫ টাকা থেকে ১৬০ টাকা হয়েছে।

কাশিয়াবাড়ি হাটের পাইকারি সবজি ব্যবসায়ী নিয়ামত আলী  বলেন,বৃষ্টিতে অনেক খেতের সবজি নষ্ট হয়েছে। একারণে হাটে সবজির সরবরাহ কম। অন্যান্য বছর এ সময় শীতকালীন আগাম সবজিতে হাট ভরে যেত। এবার মূলা ও লাউ ছাড়া শীতকালীন অন্যান্য সবজির তেমন সরবরাহ নেই।

এসব কারণে সবজির দাম চড়া। এদিকে কাশিয়াবাড়ি পাইকারী বাজারের সাথে পাল্লা দিয়ে উপজেলার খুচরা বাজারেও বেশি দামে সবজি বিক্রি হচ্ছে। যেমন উপজেলার সাহেবগঞ্জ বাজার, বিহারীপুর মুক্তিযোদ্ধা বাজার, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশান বাজার, জগদাশ বাজার, ব্রজপুর বাজার, মিজাপুর বাজার, সাহাগোলা স্টেশন বাজার শসা ৮০ টাকা থেকে ১২০ টাকা,কাঁকরোল ও করলা ১০০ টাকা, বেগুন ৪০ টাকা থেকে ৬০ টাকা,ঢ্যাঁড়স ৯০টাকা,পটোল ৪০টাকা কচুকুরি ৭০ টাকা পেঁপে ৪০ টাকা, পেঁয়াজ ১৬০ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এক সপ্তাহে এসব বাজারে সবজির দাম দ্বিগুন বা তার চেয়ে বেশি বেড়েছে।

 প্রতিবেদনঃ- একেএম কামাল উদ্দিন টগর
ক্যামেরায়ঃ- মোঃ আসিফ হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL