বিল্লাল হুসাইন।। যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুরে গতকাল ও আজ দুইদিন ব্যাপী সময় নিয়ে ১১ও১২ ডিসেম্বর ২৪ তারিখে (RMTP)এর নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজার জাত করন উপ প্রকল্পের আওতায় মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের ভিলেজ সুপার মার্কেট ট্রেনিং সেন্টারে “লিড ফার্মার ও অন্যান্য স্থানীয় সেবা প্রদানকারীদের সাথে রেখে , ধনঞ্জয় কুমার রায়,
ট্রেনিং অফিসার।
আরআরএফ -আরএমটিপি, মনিরামপুর, যশোর এর সন্ঞ্চলনায় (মাছের ডাক্তার) উত্তম মৎস্য চাষ অনুশীলন ও মৎস্য চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাকিব হোসেন। বাওড় ব্যবস্থাপক, বেড়গোবিন্দপুর বাওড়, চৌগাছা, যশোর এবং তাহমিনা সিদ্দিকা, মেরিন ফিশারিজ অফিসার।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, মনিরামপুর, যশোর। উক্ত প্রশিক্ষণে ২৫ জন প্রদর্শণীপ্রাপ্ত সুবিধাভোগী উপস্থিত থেকে প্রশিক্ষণ লাভ করেন।
উক্ত প্রশিক্ষণে উত্তম পদ্ধতিতে মাছ চাষ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানা যায়।