সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
যুবদল নেতা শামীম হত্যা মামলায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় আত্রাইয়ে টিসিবির স্মার্ট পরিবার কার্ড বিতরণ, সাংবাদিকদের সাথে রায়পুরার ওসির মতবিনিময় সভা। নরসিংদীতে ছাত্রদলের কর্মীকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা  নরসিংদীতে মাষ্টার সিমেক্স পেপার লিমিটেডের বিরুদ্ধে ষড়যন্ত্র: প্রশাসনের হস্তক্ষেপে অপপ্রচার বন্ধ আত্রাইয়ে কুলি ও ভাসমান বেদে সম্প্রদায়ের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ আত্রাইয়ে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে লক্ষাধীক টাকার আসবাবপত্র পুড়ে ছাঁই চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পাচ্ছেন সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক এবিএম আজরাফ টিপু ফ্রিজ থেকে বৈদ্যুতিক গোলযোগে বনশ্রীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড তেরখাদায় ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪

এখন যারা ক্ষমতায়, তারা জোর করে আসেনি

মেঘনা ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ পালিয়ে গেছে। এখন যারা ক্ষমতায় তারা জোর করে আসেনি। আমরা এই দেশের জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছি, তারা দেশটাকে সুন্দর করবেন। একটা সুষ্ঠু ভোটের ব্যবস্থা করবেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
নজরুল ইসলাম খান বলেন, ‘গত ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি লড়াই করতে গিয়ে হাজার-হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছে। তারপরও কিন্তু আমরা লড়াই বন্ধ করিনি। ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি। সেটি প্রতিষ্ঠিত হবে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। তার প্রস্তুতি চলছে। আমরা আশা করব, সেই প্রস্তুতি শেষে জনগণের কাছে তাদের ক্ষমতা বুঝিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, ‘এই দেশটাকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে আপনারা সবাই দেখেছেন বছরে ১৬ হাজার কোটি ডলার বিদেশ পাচার করা হয়েছে। আমাদের শ্রমিকরা মধ্যপ্রাচ্যের মরুভূমিতে কিংবা মালয়েশিয়ার জঙ্গলে কাজ করে যে বৈদেশিক মুদ্রা পাঠায়, সেটা জনগণের কল্যাণে কাজে না লাগিয়ে বিদেশে পাচার করা হয়েছে।

আওয়ামী লীগ মানুষের কাজে আসেনি উল্লেখ করে তিনি বলেন, ‘চুরি, দুর্নীতি করা অন্যায়, কিন্তু এরা (আওয়ামী লীগ) এই অন্যায়ের পাশাপাশি সেই টাকা দেশের বাইরে পাচার করে অন্যায় করেছে। এরা দেশের মানুষের কোনো কাজে আসেনি। যদি কাজে আসত দেশের মানুষ এত কষ্ট করত না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL