কামাল উদ্দিন টগর. নওগাঁ প্রতিনিধিঃ সাবিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি)-৩ পর্যায়ে সমবায় অংশ প্রকল্পের নওগাঁর আত্রাইয়ে সিভিডিপি সমিতি ভূক্ত সমবায়ী সমিতির মাসিক যৌথ সভা ও ই- প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর সকাল থেকে সারাদিন ব্যাপী উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক বিআরডিবি, নওগাঁ একেএম শামিম আহম্মেদ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মীর তোফাজ্জল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই ইউসিসির সভাপতি শ্রী স্বপনকুমার দত্ত,সাহেবগঞ্জ সদাবিক সমিতির সভাপতি কামাল উদ্দিন টগর, আত্রাই ইউসিসির সাবেক সভাপতি ফজলে রাব্বী জুয়েল. সিভিডিপি বিহারীপুর সমিতির সভাপতি জান্নাতুল ফেরদৌস, পাচুঁপুর সিভিডিপি সমিতির সভাপতি সভারানী ঘোষ প্রমূখ।