কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
শনিবার( ১৪ ডিসেম্বর) সকালে আত্রাই পুরাতন রেলওয়ে স্টেশানের উত্তর পার্শ্বে গণ কবরে জাতীর সূর্যসেনা সন্তানদের স্মরণে উপজেলা প্রশাসন, উপজেলামুক্তিযোদ্ধা সংসদ, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পুস্পতবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে দিবসের তাৎপয তুলে ধরেন সহকারী কমিশনার(ভূমি) সিনথিয়া হোসেন।
এসময় বক্তব্য রাখেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দিন, ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সাগর, বীর মুক্তি যোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তি যোদ্ধা আব্দুল মালেক মোল্লা, বীর মুক্তি যোদ্ধা আফিল উদ্দিন, যুব-উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, বীর মুক্তি যোদ্ধা খালেকুজ্জামন বুলু প্রমূখ।
আলোচনা শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া হয়।
অনুষ্সঠানে রকারের বিভিন্ন দপ্তরের অফিসার, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাথী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সুশিল সমাজের প্রতিনিধি, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।