সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে টিসিবির স্মার্ট পরিবার কার্ড বিতরণ, সাংবাদিকদের সাথে রায়পুরার ওসির মতবিনিময় সভা। নরসিংদীতে ছাত্রদলের কর্মীকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা  নরসিংদীতে মাষ্টার সিমেক্স পেপার লিমিটেডের বিরুদ্ধে ষড়যন্ত্র: প্রশাসনের হস্তক্ষেপে অপপ্রচার বন্ধ আত্রাইয়ে কুলি ও ভাসমান বেদে সম্প্রদায়ের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ আত্রাইয়ে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে লক্ষাধীক টাকার আসবাবপত্র পুড়ে ছাঁই চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পাচ্ছেন সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক এবিএম আজরাফ টিপু ফ্রিজ থেকে বৈদ্যুতিক গোলযোগে বনশ্রীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড তেরখাদায় ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪ বিমানবন্দরে নেমেই হাসপাতালে ছুটে গেলেন প্রধান উপদেষ্টা

দুর্ঘটনা কবলিত স্কুটি থেকে ৪ লাখ টাকা উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, (ঢাকা): রাজধানীর উত্তরায় বেপরোয়াগামী ট্রাক একটি স্কুটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হোন চালক মো. সিয়াম উদ্দিন সরকার (৩৬)। পরে ওই স্কুটি থেকে উদ্ধার হওয়া চার লাখ টাকা সিয়ামের মা মোসা. দেলোয়ারাকে বুঝিয়ে দিয়েছে পুলিশ।

উত্তরা পূর্ব থানায় সোমবার (১৮ নভেম্বর) রাতে ৯টা ২০ মিনিটে টাকাগুলো বুঝিয়ে দেওয়া হয়। এসময় উত্তরা পূর্ব পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ ও পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ এর সামনে দুর্ঘটনার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো. আরিফুল ইসলাম রানা আহত স্কুটি চালকের মা দেলোয়ারাকে বুঝিয়ে দেন।

এর আগে উত্তরার আজমপুরের নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের সামনের মোড়ে শনিবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় মোড়ের চায়ের টোং দোকানে বেচাকেনা করছিলেন মাসুদ রানা।

তিনি বলেন, ‘আজমপুর রেলগেটের দিক দিকে ট্রাকটি মহাসড়কের দিকে যাচ্ছিলো। আর ৬ নম্বর থেকে আজমপুরের দিকে যাচ্ছিলো স্কুটি চালক। মোড় ঘুরানো মাত্রই পিছন দিক থেকে আসা ট্রাকটি তাকে চাপা দিয়ে কিছুটা সামনে নিয়ে যায়। এসময় পথচারীরা ট্রাকসহ ট্রাকে থাকা লোককে আটক করা পুলিশের কাছে দিয়ে দেয়।

তিনি বলেন, অপরদিকে আহত স্কুটি চালককে উদ্ধার করে পথচারীরা আজমপুরের উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যায়।

আহত হওয়া ওই স্কুটি চালক হলেন, গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন মাজুখান এলাকার মৃত আবু তাহেরের ছেলে সিয়াম সরকার।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার এসআই আরিফুল ইসলাম রানা বলেন, ‘সড়ক দুর্ঘটনার ঘটনায় ট্রাকের লেবার মো. সানোয়ার (৪০) ও মঞ্জু মিয়াকে (২২) বালুর ট্রাক (ঢাকা মেট্রো ড-১১-৪৫২৫) আটক করা হয়। এছাড়াও দুর্ঘটনা কবলিত ঢাকা মেট্রো হ-৪০-২৩০০ নম্বরের স্কুটিটি ৪ লাখ ২৭ হাজার টাকাসহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘আহত স্কুটি চালক সিয়াম সরকার ক্রিসেন্ট হাসপাতালের আইসিইউ’তে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। আহত চালকের মা’কে বের করে মোটর সাইকেলে থাকা টাকা থেকে ৪ লাখ টাকা বুঝিয়ে দেওয়া হয়। বাকি ২৭ হাজার টাকা সুস্থ হওয়ার পর ছেলেকে বুঝিয়ে দেওয়া হবে।

টাকা পেয়ে মোসা. দেলোয়ারা বলেন, ‘আমার ছেলে লাইফ সাপোর্টে। চিকিৎসার জন্য এখন টাকার প্রয়োজন। টাকাগুলো পেয়ে আমি আমার ছেলেকে এখন ভালো চিকিৎসা করাতে পারবো।

তিনি বলেন, ‘টাকাগুলো যদি পুলিশ না পেয়ে অন্য কারো হাতে পড়তো, তাহলে হয়তো আমি পেতাম না। আর ছেলেরও ভালো চিকিৎসা করাতে পারতাম না। এজন্য পুলিশের কাছে আমি কৃতজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL