একেএম কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল মনোমুগ্ধ কর গ্রাম বাংলার লাঠি খেলা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসব মুখর আনন্দ।
বুধবার (১৮ ডিসেম্বর) উপজেলার মনিয়ারী ইউনিয়নের মাড়িয়া গ্রামের মাঠে অনুষ্ঠিত হয় এ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার প্রাচীন খেলা। কালের ক্রমে হারিয়ে যাওয়া লাঠি খেলা দেখতে ভিড় করে নানা বয়সের মানুষ। গ্রামীন এ ঐতিহ্য বাহী লাঠি খেলাকে টিকিয়ে রাখতে দরকার প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এমন টাই মনে করেন দর্শনার্থীরা।
বুধবার বিকাল থেকে পায়ে হেটে আবার কেউবা ভ্যান নিয়ে কিম্বা মোটর সাইকেলে মাড়িয়া গ্রামের মাঠে আসতে শুরু করেন। পশ্চিম দিগন্তে হেলে পড়তেই শুরু হয় খেলা। ঢাক ঢোল আর কাসার ঘন্টার শব্দে চার পাশে উৎসব মুখর পরিবেশ। সমাজ থেকে অন্যায় অপরাধ দুর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন বলে জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার।
বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড প্রেস ক্লাব, আত্রাই , নওগাঁ সভাপতি সাংবাদিক এ কেএম কামাল উদ্দিন টগর, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও জামায়েত ইসলাম বাংবাদেশ আত্রাই উপজেলা শাখার আমির সাংবাদিক খবিরুল ইসলাম, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, মনিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল লতিফ মন্ডল সহ স্থানীয় গন্যমান্য ক্রিয়ামোদি প্রেমিক গণ। বুধবার দুপুর থেকে সন্ধ্যা অবধি চলা লাঠি খেলায় উপজেলার বিভিন্ন গ্রামের চারটি লাঠিয়াল দল অংশ গ্রহন করে।