কূটনৈতিক প্রতিবেদক: মানবাধিকার ইস্যুতে আলোচনার জন্য অক্টোবরের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসতে পারেন জাতিসংঘের হাইকমিশনার ভলকার টুর্ক। আসন্ন সফরে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারনী পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠকসহ বেসরকারি পর্যায়ের ব্যক্তিদের সঙ্গেও জাতিসংঘের হাইকমিশনার বৈঠক করবেন। পাশাপাশি ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের একটি অফিস স্থাপনের বিষয়েও আলোচনা হতে পারে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকা সফর করতে পারেন। আসন্ন সফর নিয়ে দুইপক্ষ এখনো আলোচনা করছে। সফর সূচি এখনো চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে বলা যায় যে মূলত বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েই আসন্ন সফরটি অনুষ্ঠিত হওয়ার কথা।
গত জুলাই ও আগস্টে বাংলাদেশের শিক্ষার্থী আন্দোলনের সময়ে যে সকল মানবাধিকার লঙ্ঘণের ঘটনা ঘটেছে, তা নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশে কাজ করছে। হাইকমিশনার ভলকার টুর্ক আসন্ন সফরে তা সরেজমিন পর্যবেক্ষণ করবেন।
এছাড়াও ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের একটি অফিস স্থাপনের বিষয়ে হাইকমিশনার ভলকার টুর্কের সফরে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা জানা যাচ্ছে। এসব বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টা, সরকারি ও বেসরকারি একাধিক প্রতিনিধির সঙ্গে আলাপ করতে পারেন ভলকার টুর্ক।