কামাল উদ্দিন টগর নওগাঁ প্রতিনিধিঃ আত্রাইয়ে মরহুম মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রাজশাহী নারী দল বনাম পঙ্চগড় বোদা নারী দলের খেলা অনুষ্ঠিত।নওগাঁর আত্রাইয়ে মরহুম মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুনামেন্টে এক ব্যতিক্রম রাজশাহী নারী একাদশ বনাম পঞ্চগড় বোদা নারী একাদশ নক আউট ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল ৩-৩০ মিনিট সময়ে মোলা আজাদ মেমোরিয়াল বিশ্ব বিদ্যালয় কলেজ মাঠে উপজেলার ভঁড় তেঁতুলিয়া,খোলা পাড়া, সদুপুর যুব সমাজের আয়োজনে এ ব্যতিক্রম খেলার উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির সহ সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার ,সমাজ সেবক আত্রাই শেখ পরিবারের কৃতি সন্তান আত্রাই থানা বিএনপির’ কান্ডারী শেখ রেজাউল ইসলাম রেজু।
এ সময় উপস্থিত ছিলেন আত্রাই থানা বিএনপির আহ্বায়ক,সাবেক ভোঁপাড়া ইউপি‘র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল চকলেট,যুগ্ন- আহ্বায়ক আব্দুল মান্নান সরদার, বিশিষ্ট সমাজ সেবক সাবেক বিএনপির সাধারণ সম্পাদক ও আত্রাই থানা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য তসলিম উদ্দিন সাখিদার, বিশিষ্ট সমাজ সেবক মৎস্য ব্যবসায়ী,তোফাজ্জল হোসেন তোফা, ভোঁপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক বাবু, বিএনপি নেতা মকলেছুর রহমান, জিয়ার সৈনিক বিএনপি’র নেতা কামাল মন্ডল, আত্রাই থানার এস আই ওবায়দুল, ইউনাইটেড প্রেস ক্লাব,আত্রাই নওগাঁ সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, আজকে খেলায় য়ে দুটি নারী দল অংশ গ্রহন করেন রাজশাহী নারী একাদশ বনাম পঞ্চগড় বোদা নারী একাদশ।
খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট ফুটবল খেলোয়ার আব্দুর রশিদ। সহকারী রেফোরি হিসেবে দায়িত্ব পালন করেন তোজাম্মেল হোসেন ডাবলু, আব্দুল হামিদ প্রামানিক, মোঃ সাজ্জাত হোসেন,এবং রাব্বি হোসেন। প্রধান অতিথি বলেন, ভঁরতেঁতুলিয়া, খোলাপাড়া,সদুপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে যুব সমাজকে মাদক, নেসা, ইভটিজিংএর মতো নেশার অন্ধকার জগৎ বিদপগামী পথ থেকে সুস্থ স্বাভাবিকজীবনে ফিরিয়ে আনতে এমন এক মহৎ উদ্যোগকে আত্রাই বাসী স্বাগত জানান।
আজকের এমন ব্যতিক্রম খেলা দেখতে দুপুর থেকে হাজার হাজার উৎসুক ক্রীড়ামুদিরা খেলাটি উপভোগ করতে নওগাঁ,জয়পুরহাট,সিরাজগঞ্জ,নাটোর,বাগমাড়া,বগুড়া থেকে দশক মাঠে উপস্থিত হয়ে ব্যতিক্রম খেলাটি উপভোগ করেন। খেলাটি শান্তি পূর্ণ ভাবে সমাপ্তি হয়।