পিরোজপুর প্রতিনিধি ঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে পিরোজপুরে দূর্গাপুজা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ২টায় পিরোজপুর পৌর এলাকার (২৫ অক্টোবর ) রয়েল প্যালেস মিলনায়তনে এ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদ পিরোজপুর সদর উপজেলা শাখার সহ-সভাপতি গণেশ মিত্র।
পূজা উদযাপন পরিষদ সদর উপজেলার সাধারন সম্পাদক নির্মল চট্টোপাধ্যায় পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম হোসেন।
বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক দোলা গুহ, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ প্রমুখ ।
সভার শুরুতে অতিথিবৃন্দ মঙ্গল প্রদ্বীপ প্রজ্জলন করে উৎসবের উদ্বোধন করেন । পরে ভক্তিমূলক সঙ্গীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা পিরোজপুরে দুর্গাপূজায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি বলে সরকার ও স্থানীয় প্রশাসনের প্রশংসা করেন ।
এ সময় সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষার লক্ষ্যে এক সাথে কাজ করার আহবান জানানো হয়।