বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী বেলাব তে সংখ্যালঘুদের ২০০ বছরের পুরানো মার্কেট জবরদখলের চেষ্টার অভিযোগ আতাউর গংদের বিরুদ্ধে তেরখাদায় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উদ্দীপনের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে শীতকালীন প্যাকেজ বিতরণ পিরোজপুরে প্রবীন স্বার্থ সুরক্ষায় সমাজসেবার সাথে রিকের সমঝোতা স্মারক স্বাক্ষর তালতলীতে সিপিপির শ্রেষ্ঠ সেচ্ছাসেবক হলেন লিটু আত্রাইয়ে লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এমপি পোটন তিন দিনের রিমান্ডে আত্রাইয়ে টিসিবির স্মার্ট পরিবার কার্ড বিতরণ, সাংবাদিকদের সাথে রায়পুরার ওসির মতবিনিময় সভা। নরসিংদীতে ছাত্রদলের কর্মীকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা 

পিরোজপুরে এইচপিভি টিকাদান কর্মসূচীর আওতায় ৫৬ হাজার ৭৩৭ জন কিশেরীকে টিকা প্রদান করা হবে

পিরোজপুর প্রতিনিধি : জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪ উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন পিরোজপুরের সিভিল সার্জন। আজ সোমবার বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো: মিজানুর রহমান।

প্রেস ব্রিফিং এ সিভিল সার্জন বলেন, আমাদের দেশে প্রতিবছর প্রায় ৮ হাজার নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয় তাদের মধ্যে ৫ হাজার কিশোরী। জরায়ু ক্যান্সারের মূল কারন হলো এইচপিভি নামের একটি ভাইরাস।বাংলাদেশ সরকার ইউনিসেফ বিনা মূলে এদেশের কিশোরীদের এইটিকার আওতায় নিয়ে আসতে চাচ্ছে। তাই পঞ্চম থেকে নবম শ্রেণীর কিশোরীদের নিজ নিজ স্কুলে এই টিকা দেয়া হবে এবং যারা স্কুলে যাচ্ছে না তাদের বিভিন্ন কমিউনিটিতে দেয়া হবে।

আগামী ২৪ অক্টোবর থেকে সারা দেশের ন্যায় পিরোজপুরেও এইচপিভি টিকাদান কর্মসূচী পালন করা হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত। পিরোজপর জেলা ৭টি উপজেলাতে এইচপিভি টিকা প্রদান করা হবে। পিরোজপুরের ৭টি উপজেলায় ১০ থেকে ১৪ বছর বয়সী ৫৪ হাজার ৬২৮ জন কিশোরীকে স্কুলে এবং ২ হাজার ১০৯ জন কিশোরীকে কমিউনিটিতে মোট ৫৬ হাজার ৭৩৭ জন কিশোরীদের এ টিকা প্রদান করা হবে।

২৪ অক্টোবর থেকে ১৮ কর্মদিবসে ৭টি উপজেলার বিভিন্ন স্কুলে এবং পরবর্তি ৮ কর্মদিবসে বিভিন্ন কমিউনিটিতে সুবিধা বঞ্চিত কিশোররা অথবা যারা স্কুলে টিকা দিতে পারেনি তাদের টিকা প্রদান করা হবে।

প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, বিশ^ স্বস্থ্য সংস্থা পিরোজপুরের মেডিকেল অফিসার ডা. সাজিয়া নওশিন, মেডিকেল অফিসার মো: আরিফ হাসান। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL