বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী বেলাব তে সংখ্যালঘুদের ২০০ বছরের পুরানো মার্কেট জবরদখলের চেষ্টার অভিযোগ আতাউর গংদের বিরুদ্ধে তেরখাদায় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উদ্দীপনের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে শীতকালীন প্যাকেজ বিতরণ পিরোজপুরে প্রবীন স্বার্থ সুরক্ষায় সমাজসেবার সাথে রিকের সমঝোতা স্মারক স্বাক্ষর তালতলীতে সিপিপির শ্রেষ্ঠ সেচ্ছাসেবক হলেন লিটু আত্রাইয়ে লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এমপি পোটন তিন দিনের রিমান্ডে আত্রাইয়ে টিসিবির স্মার্ট পরিবার কার্ড বিতরণ, সাংবাদিকদের সাথে রায়পুরার ওসির মতবিনিময় সভা। নরসিংদীতে ছাত্রদলের কর্মীকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা 

তেরখাদায় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক

সাগর কুমার বাড়ই (খুলনা) তেরখাদা প্রতিনিধি:

নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন খুলনা জেলার তেরখাদা উপজেলার বারাসাত গ্রামের বাসিন্দা এবং যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্য সাধারণ সম্পাদক মোঃ পারভেজ মল্লিক।

তিনি গত ২৪ ডিসেম্বর ঢাকা থেকে গোপালগঞ্জ হয়ে তেরখাদা উপজেলার নিজ গ্রাম বারাসাতের উদ্দেশ্যে রওনা করলে পথিমধ্যে বিভিন্ন স্থানে বিএনপি , যুবদল , ছাত্রদল , স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

দীর্ঘ ১৬ বছর পর লন্ডন থেকে তিনি বারাসাত গ্রামের নিজ বাড়িতে পৌছালে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের উপচে পড়া ভীড়ে তাঁর বাড়ি এবং আশপাশ এলাকায় তিল ধারণের ঠাই ছিলো না। শত শত নেতাকর্মী ও এলাকাবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

তিনি পরে দলমত নির্বিশেষে সকলের সাথে মতবিনিময় সভা ও শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় পারভেজ মল্লিকের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন , ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশের যুগ্য মহাসচিব ডাঃ মনোয়ারদ কাদির বিটু , স্বেচ্ছাসেবক দল কেন্দ্রিয় কমিটির যুগ্য সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ , বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান , যুগ্য সাধারণ সম্পাদক রাব্বী হাসান , সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বিপ্লব , বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য রবিউল ইসলাম রবি , ছাত্রদল কেন্দ্রিয় কমিটির সাবেক যুগা সম্পাদক আঃ রহিম সৈকত , সাবেক সদস্য আব্দুল্লাহ আল মামুন রাহাত , জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্য আহবায়ক হাবিবুর রহমান , সাবেক সদস্য তানজিনুল হাসান।

এছাড়া তেরখাদা উপজেলা বিএনপির সারেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল হোসেন , বিএনপি নেতা কে এম মোস্তাক আহমেদ , মোঃ রবিউল ইসলাম লাখু ,মোঃ মান্নু শেখ , মোঃ লালিম শেখ , মোঃ গোলজার আলম , আব্দুল হক সিকদার , মোঃ তফসির ফকির , শেখ শরিফুল ইসলাম , মোঃ ইমদাদুল হক টনি , মোঃ লুনিক মেম্বার , মোঃ জিয়ার রহমান , মোঃ শিহাব , মোঃ পারভেজ মোল্যা , মোঃ নজরুল মোল্যা , মোঃ এনামূল শেখ, মোঃ মান্নান কাজী , মোঃ সোহেল মোল্যা , মোঃ বাহার মোল্যা , মোঃ বাবু চৌধুরী, ফারুক মেম্বার।

পারভেজ মল্লিক পরে সফর সংগী ও এলাকাবাসীদের নিয়ে তাঁর পিতা মাতার কবর জিয়ারত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL