মোহনগঞ্জ নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুনকে (৪০) গ্রেপ্তার করে গতকাল সোমবার কোর্টে প্রেরণ করা হয়।
গত ১৮ জুলাই মোহনগঞ্জ পৌর বিএনপি আহবায়ক ফজলুল হক মাসুমের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় আসামী মামুনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।
রবিবার দুপুরে পৌরশহরের রাউৎপাড়া এলাকার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক মাষ্টারের ছেলে মোঃ শফিকুল ইসলাম মামুন উপজেলার নাগডরা এলাকার বাসিন্দা।
তবে তিনি পৌরশহরে বসবাস করতেন। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, যুবলীগের আহবায়ক শফিকুল ইসলাম মামুনকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।