সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে টিসিবির স্মার্ট পরিবার কার্ড বিতরণ, সাংবাদিকদের সাথে রায়পুরার ওসির মতবিনিময় সভা। নরসিংদীতে ছাত্রদলের কর্মীকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা  নরসিংদীতে মাষ্টার সিমেক্স পেপার লিমিটেডের বিরুদ্ধে ষড়যন্ত্র: প্রশাসনের হস্তক্ষেপে অপপ্রচার বন্ধ আত্রাইয়ে কুলি ও ভাসমান বেদে সম্প্রদায়ের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ আত্রাইয়ে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে লক্ষাধীক টাকার আসবাবপত্র পুড়ে ছাঁই চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পাচ্ছেন সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক এবিএম আজরাফ টিপু ফ্রিজ থেকে বৈদ্যুতিক গোলযোগে বনশ্রীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড তেরখাদায় ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪ বিমানবন্দরে নেমেই হাসপাতালে ছুটে গেলেন প্রধান উপদেষ্টা

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত-২৫ আটক-১৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ভালুকায় জুট ব্যাবসা‌

ময়মনসিংহের ভালুকায় জুট ব্যাবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এতে পথচারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। এসময় আগুন দিয়ে পুঁড়িয়ে দেওয়া হয় ১০/১২টি মোটর সাইকেল। এঘটনায় সেনাবাহিনী ১৫জনকে আটক করে থানায় সোপর্দ করেন।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মাস্টারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাইদা কালেকশন কারখানায় জুটের ব্যাবসার ওয়ার্ক অর্ডার স্থানীয় সালাম সরকারের ছেলে যুবলীগ নেতা সাইফুলের নামে।

ঘটনার দিন সাইফুল কারখানার জুট বের করতে গেলে যুবদল নেতা শামীম গ্রুপ বাধা দেয়।
এসময় ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও মজিবর মন্ডল গ্রুপ সাইফুলের পক্ষে অবস্থান নিলে দুই গ্রুপে সংঘর্ষ বাধে।

ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে গোটা এলাকা রণক্ষেত্রে পরিনত হয় ও চারপাশে আতঙ্ক ছড়িয়ে পরে। সংঘর্ষে গুরুতর আহতরা হলেন, জুয়েল ঢালী (৩২), মোবারক (৩০), জুনায়েদ (২৮), রফিকুল (৩০), মজিবুর রহমান (৫০),আনোয়ার (৩০), শাহিন আলম (৪৫), ফারুক (২৮)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় দৃর্বত্তরা আশে পাশের দোকানপাটে হামলা চালায় ও প্রায় ১০/১২টি মোটর সাইকেল পুড়িয়ে। জিয়াউর রহমান জানান, সাইফুলের নামে ওয়ার্ক অর্ডার থাকা মালামাল বের করার সময় শামিম ও তার লোকজন এসে বাঁধা দেয় এবং আমাদের উপর হামলা করে।

ফোন রিসিভ না করায় শামিমের বক্তব্য দেওয়া সম্ভব হয়নি। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামসুল হুদা খান জানান, এ ঘটনায় পুড়িয়ে দেওয়া ১০/১২টি মোটর সাইকেল উদ্ধার করে থানা আনা হয়েছে। ঘটনাস্থল থেকে সেনাবাহিনী ১৫জনকে আটক করে থানায় সোপর্দ করেন। এব্যাপারে মামলা প্রক্রিয়াধিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL