রায়পুরা (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরায় ডাক বিভাগের কর্মকর্তা জাহাঙ্গীর আলম দুলাল কে কুপিয়ে জখম করেছে রায়পুরার শীর্ষ সন্ত্রাসী আবিদ হাসান রুবেল, তার ভাই রেজাউল করিম টুটুল, জুয়েল সাকিব সহ আরো অনেকে।
সম্প্রতি শ্রীরামপুর এলাকায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফজাল হোসাইনের বাড়ির পিছনে এ ঘটনা ঘটে।
জানাযায়,প্রতিদিনের ন্যায় অফিসে যান এবং অফিস করেন বিকাল চা খেতে বের হলে তকে মুখ চেপে ধরে মটরবাইকে নিয়ে আসে শ্রীরামপুর তারপর জাহাঙ্গীর আলম দুলাল কে মাটিতে ফেলে দা, দিয়ে তার দুইহাত ও দুই পা কুপিয়ে রক্তাক্ত জখম করলে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।খবর পেয়ে মমুর্ষ অবস্থায় তাকে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করেন।
এসব সন্ত্রাসী বাহিনীর নামে থানায় ১০/১২ টি মামলা স্থানীয় প্রসাশন নীরব আতংকে দিন পার করছে রায়পুরাবাসী। আগের দিন ১৬ অক্টোবর বুধবার বিকালে শ্রীরামপুর রেলগেইট থেকে খাকচক গ্রামের কাজল মিয়ার ছেলে শাওন মিয়া তার নিজস্ব ভিবাটেক চালায়।
ভাড়ার কথা বলে নজরপুর নেয় টুটুল, মানিক, জুয়েল, রাসেল, এবং ভিবাটেক রেখে লোহার রড গরম করে এলো পাথারী পিটাইয়া জখম করে।